দেশে মোট পথশিশুর তথ্য নেই বিবিএসের জরীপে

দেশে মোট পথশিশুর তথ্য নেই বিবিএসের জরীপে

দেশে মোট পথশিশুর তথ্য নেই বিবিএসের জরীপে

দেশে মোট পথ শিশুর সংখ্যা নেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্ভেতে। কারণ, তারা শুমারি করেনি। বিবিএস বলেছে, ঢাকা বিভাগে পাঁচ থেকে ১৭ বছর বয়সী ৪৮.৫ ভাগ পথশিশু অবস্থান করছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আছে ২২.৭ ভাগ। এর মধ্যে ৬৪ ভাগ পথশিশু তাদের পরিবারে ফিরে যেতে চায় না।